সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা

 সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা

সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা। সিন্ধু সভ্যতা কি?


সিশরের ও মেসোপটেমিয়ার যখন গড়ে উঠেছিল নগর সভ্যতা, প্রায় কাছাকাছি সময়ে গড়ে উঠেছিল নগড় সভ্যতা। এটি ব্রোঞ্জেযুগের সভ্যতা। এখানে লোহার কোন জিনিস পাওয়া যায় নি। এ প্রাচীন সভ্যতা আবিষ্কৃত হয় ১৯২১ সালে। সভ্যতাটি সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল বলে এটি ‘সিন্ধু সভ্যতা নামে পরিচিত। দ্রাবিড় জাতি এ সভ্যতা গড়ে তুলেছিলেন বলে মনে করা হয়। হরপ্পা নগরটি গড়ে উঠেছিল সিন্ধুর উপনদী রাভীর তীরে। এটি অবস্থিত বর্তমান পাকিস্তানের  পাঞ্জাব প্রদেশে।

সিন্ধু সভ্যতার আয়তন

মূল সিন্ধুনদের তীরে এক বর্গমাইল এলাকা জুড়ে গড়ে উঠেছিল মহেঞ্জাদারো নগরী। ১৯২২ সালে পাকিস্তা েনর লারকানা জেলায় মাটি খুঁড়ে আবিষ্কার করা হয় মহেঞ্জাদারো নগরীর ধবংসবশেষ। সিন্ধু সভ্যতার আবিষ্কারক জন মার্শাল, ‍দয়ারাম সাহনী ও রাখালদাস বন্দ্যোপাধ্যায়।
সিন্ধু সভ্যতা পাওয়া সীল ও মাটির পাত্রের সাথে মেসোপটেমিয়ার দ্রব্যের মিল আছে। তাই বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ স্যার জন মার্শাল মনে করেন যে, সিন্ধু সভ্যতা গৌরবের শিখরে উঠেছিল।

সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা

সভ্যতার ইতিহাসে সিন্ধু সভ্যতা পরিকল্পিত একটি নগরীর ধারণা দিয়েছে। উভয় শহরে রাস্তার ‍ দুপাশে দোতলা তিনতলা বাড়ি ছিল। প্রতি বাড়িতে ছিল চৌবাচ্চাসহ গোছলখানা, কূপ। দুইটি শহরেই পাকা নর্দমা ছিল।

সিন্ধু সভ্যতার মানুষের পেশা

ইতিহাস থেকে জানা যায় সিন্ধু সভ্যতার বেশিরভাগ মানুষ কৃষিকাজের সাথে জড়িত ছিল।

সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ আবিষ্কার

সিন্ধু সভ্যতার একটি গুরত্বপূর্ণ আবিষ্কার হলো পরিমাপ পদ্ধতি উদ্ভাবন। দ্রব্য ওজনের জন্য নগরবাসী বিভিন্ন পরিমাপের বাটখারা ব্যবহার করতো। দৈর্ঘ্য পরিমাপের জন্য তার বিভিন্ন স্কেল ব্যবহার করত।
এছাড়াও মহেঞ্জাদারো ও হরপ্পায় হাড় ও পাথরের তৈরি সীলমোহর পাওয়া গেছে।

সিন্ধু সভ্যতা ধবংসের কারণ:

সিন্ধু সভ্যতার পতন শুরু হয় আনুমানিক ২৭৫০ খ্রিস্টপূর্বাব্দে। কিভাবে সিন্ধু সভ্যতার ধ্বংস হয় সে বিষয়ে পণ্ডিতগণ সঠিক সিদ্ধান্তে আসতে পারেননি। হয়তো বাহিরের কোন শত্রুর আক্রমণ অথবা প্রচন্ড কোন  ভূমিকম্প বা ভয়াবহ কোন বন্যার ফলে এ সভ্যতা ধ্বংস হয়ে যায়।

সিন্ধু সভ্যতা থেকে আসা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

১। দক্ষিণ ভারতের আদি অদিবাসিদের কি নামে অভিহিত করা হয়?
ক. টোডা
খ. দ্রাবিড়
গ. সুর
ঘ. আফ্রিদি
২। সিন্ধু সভ্যতার প্রতিষ্ঠাতা কারা?
ক.  আর্যগণ
খ. কৃষাণগণ
গ. শকগন
ঘ. দ্রাবিড়গন
৩। প্রাচীন কোন সভ্য দেশে অধিবাসিদের সাথে সিন্ধু উপত্যকার অধিবাসিদের সাদৃশ্য লক্ষ্য করা যায়?
ক. ব্যাবিলন
খ. গ্রিস
গ. মিশর
ঘ. চীন
৪। সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা?
ক. তাম্র যুগের
খ. আর্য যুগের
গ. সুমেরীয় যুগের
ঘ. শহরভিত্তিক যুগের
৫। সিন্ধু সভ্যতার আধিবাসিরা কোনটির ব্যবহার জানতো না?
ক. প্রশাসনিক ব্যবস্থা
খ. জল নিষ্কাশন ব্যবস্থা
গ. লিখন পদ্ধতি
ঘ. লোহার অস্ত্র
৬। কত খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতার পতন হয়?
ক. ১৫০০
খ.২৭৫০
গ. ৩০০০
ঘ. ১২৮০
৭। সিন্ধু সভ্যতা আবিষ্কারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে করে?
ক. আরসি মজুমদার
খ. রাখালদাস বন্দ্যোপাধ্যায়
গ. নীহারঞ্জন রায়
ঘ. কালিদাস



উপরের সকল প্রশ্নের উত্তর দেওয়া হলো

১।  দ্রাবিড় 
২। ঘ. দ্রাবিড়গণ
৩। ক. গ্রিস
৪। ক. তাম্র যুগের
৫। ঘ. লোহার অস্ত্র
৬। খ. ২৭৫০
৭। খ. রাখালদাস বন্দ্যোপাধ্যায়


Post a Comment (0)
Previous Post Next Post