Posts

Showing posts with the label বাংলা

হলে সিটের জন্য আবেদন পত্র লেখার নিয়ম

 হলে সিটের জন্য আবেদন পত্র লেখার নিয়ম স্কুল হলে সিট চেয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লেখ। ১৪ জুন, ২০২২ অধ্যক্ষ, অনলাইন স্কুল , কুচাই সিলেট। বিষয়ঃ স্কুল হোস্টেলে সিটের জন্য আবেদন। জনাব, সবিনয় নিবেদন এই যে, আমি আপনার স্কুলের নবম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমার স্কুল বিদ্যালয় থেকে অনেক দূরে থাকার কারণে হোস্টেলে  একটি সিট খুব প্রয়োজন। কারণ আমার পিতা, একজন সরকারি কর্মচারী, অতিসম্প্রতি ফরিদপুর  হতে ঢাকায় বদলী হয়েছেন। আমাদের পরিবার চলতি মাসের ১৫ তারিখে ঢাকা চলে যাবে। এখানে আমার অন্য কোথাও থাকার জায়গা নেই । কিন্তু আমি  আপনাদের এই স্কুলে পড়ালেখা চালিয়ে যেথে চাই। আমার উক্ত অবস্থায় মহোদয়ের নিকট আবেদন এই যে আমাকে স্কুলের হোস্টেলে একটি সিট প্রদান করে বাধিত করবেন। বিনীত  আপনার একান্ত অনুগত, আকরাম আলী রোল নং ২ নবম শ্রেণি

টিসির জন্য আবেদন পত্র - banglaallnews.com

 টিসির জন্য আবেদন পত্র একটি ‘ছাড়পত্রের জন্য আবেদন জানিয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর দরখাস্ত লিখ। ১৪ জুলাই, ২০২২ প্রধান শিক্ষক, অনলাইন স্কুল , কুচাই , সিলেট। বিষয়ঃ ছাড়পত্রের জন্য আবেদন। বিনীত নিবেদন এই যে, আমি আপনার স্কুলের অষ্টম শ্রেণির একজন নিয়মিত ছাত্র।আমার বাবা একজন সরকারি কর্মকর্তা যিনি ঢাকা থেকে চট্টগ্রাম বদলি হয়ে গেছেন। শীঘ্রই আমাদের পরিবার চট্টগ্রাম চলে যাবে। এখানে আমার কোনো আত্মীয়-স্বজন নেই যাদের সাথে থাকতে পারি। তাই আমার একটি ছাড়পত্রের প্রয়োজন। অতএব, আমাকে একটি ছাড়পত্র দিতে আপনার নিকট আকুল আবেদন জানাচ্ছি। বিনীত নিবেদক আপনার একান্ত অনুগত ছাত্র, কাদির শেখ অষ্টম শ্রেণি