ব্যাুরো বাংলাদেশ এনজিও তে ৩১৫৫০ টাকা বেতনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে

ব্যাুরো বাংলাদেশ এনজিও তে ৩১৫৫০ টাকা বেতনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছেপদের নাম: কমূসূচী সংগঠক


শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ সমমানের ডিগ্রী

পরীক্ষার ফলাফল: সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় প্রযোজ্য অথবা তদূর্ধ  মানের ডিগ্রীধারী হতে হবে। েএকটিতে তৃতীয় বিভাগ গ্রহনযোগ্য নহে।

বেতন: শিক্ষানবীশকাল ২১০০০ এবং স্থায়ীকরণের পর ৩১৫৫০ সর্বোচ্চ ( অন্যান্য ভাতা সহ) 

বয়স : ৩৫ বছর
আবেদনের শর্তাবলী: 

আবেদনের সর্বশেষ তারিখ: ২১ মার্চ, ২০২৪
  1. যোগাযোগের জন্য জীবন বৃত্তান্তে অবশ্যেই মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে।
  2. লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও স্থান ও সময় মোবাইল এসএমএস  এর মাধ্যমে জানানো হবে।নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না এবং কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে।
  3. লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থার নিয়ম অনুযায়ী  সংস্থার  Foundation training  এর আংশিক প্রশিক্ষণ খরচ ( অফেরতযোগ্য ) প্রদান করে ট্রে্িইনিং করতে হবে। সফলভাবে ট্রেইনিং সমাপ্তির পর সংস্থার নিয়মানুযায়ী নির্ধারিত অংকের জামানত (ফেরতযোগ্য) প্রদান করতে হবে এবং সংস্থার নিয়মানুযায়ী একজন জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে।
  4. লিখিত ও মৌখিক পরীক্ষায় উ্ত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লিখিত তথ্যাবলি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্যান্য সকল বিষয়াদি সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় যাচাই করা হবে। প্রেরিত তথ্যের গরমিল হলে নিয়োগ বাতিল বলে গন্য হবে।
  5. ব্যাুরো বাংলাদে-এ যে কোন পদে পূর্বে চাকুরি করেছেন এমন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।
  6. বাংলাদেশ এর সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন।


আবেদন প্রক্রিয়া অবশ্যই বিডিজবসের মাধ্যমে করতে হবে।

বিস্তারিত দেখুন বিডিজবসে প্রকাশিক অফিশিয়াল নিযোগ বিজ্ঞপ্তিতে







Next Post Previous Post