ব্যাুরো বাংলাদেশ এনজিও তে ৩১৫৫০ টাকা বেতনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে
ব্যাুরো বাংলাদেশ এনজিও তে ৩১৫৫০ টাকা বেতনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছেপদের নাম: কমূসূচী সংগঠক
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ সমমানের ডিগ্রী
পরীক্ষার ফলাফল: সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় প্রযোজ্য অথবা তদূর্ধ মানের ডিগ্রীধারী হতে হবে। েএকটিতে তৃতীয় বিভাগ গ্রহনযোগ্য নহে।
বেতন: শিক্ষানবীশকাল ২১০০০ এবং স্থায়ীকরণের পর ৩১৫৫০ সর্বোচ্চ ( অন্যান্য ভাতা সহ)
বয়স : ৩৫ বছর
আবেদনের শর্তাবলী:
আবেদনের সর্বশেষ তারিখ: ২১ মার্চ, ২০২৪
- যোগাযোগের জন্য জীবন বৃত্তান্তে অবশ্যেই মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে।
- লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও স্থান ও সময় মোবাইল এসএমএস এর মাধ্যমে জানানো হবে।নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না এবং কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে।
- লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থার নিয়ম অনুযায়ী সংস্থার Foundation training এর আংশিক প্রশিক্ষণ খরচ ( অফেরতযোগ্য ) প্রদান করে ট্রে্িইনিং করতে হবে। সফলভাবে ট্রেইনিং সমাপ্তির পর সংস্থার নিয়মানুযায়ী নির্ধারিত অংকের জামানত (ফেরতযোগ্য) প্রদান করতে হবে এবং সংস্থার নিয়মানুযায়ী একজন জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে।
- লিখিত ও মৌখিক পরীক্ষায় উ্ত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লিখিত তথ্যাবলি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্যান্য সকল বিষয়াদি সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় যাচাই করা হবে। প্রেরিত তথ্যের গরমিল হলে নিয়োগ বাতিল বলে গন্য হবে।
- ব্যাুরো বাংলাদে-এ যে কোন পদে পূর্বে চাকুরি করেছেন এমন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।
- বাংলাদেশ এর সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া অবশ্যই বিডিজবসের মাধ্যমে করতে হবে।
বিস্তারিত দেখুন বিডিজবসে প্রকাশিক অফিশিয়াল নিযোগ বিজ্ঞপ্তিতে