পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ প্রশ্ন : জীব কিভাবে জড়ের উপর নির্ভরশীল ? উত্তর : উদ্ভিদ ও প্রাণী মিলে জীব । আর জীবের জীবন ধারণ করতে জড় বস্তুর প্রয়োজন । মানুষ , অন্যান্য প্রাণী এবং উদ্ভিদ নানাভাবে জড় বস্তুর উপর নির্ভরশীল । মানুষ ও অন্যান্য প্রাণী শ্বাস গ্রহণের জন্য বায়ু , পান করার জন্য পানি এবং প্রয়োজনীয় পুষ্টির জন্য নানারকম জড় বস্তু খাদ্য হিসাবে গ্রহণক করে । মানুষ জড় বস্তু ব্যবহার করে করে বাসস্থান , আসবাবপত্র , পোশাক , যন্ত্রপাতি ইত্যাদি তৈরি করে । অনেক প্রাণী বাসস্থান হিসাবে মাটির গর্ত বা পাহাড়ের গুহা , পানি ইত্যাদি জড় বস্তু ব্যবহার করে । আবার , উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে থাকে । এজন্য তাদের মাটি , পানি , বায়ু প্রভৃতি জড় বস্তুর প্্রয়োজন । সুতরাং সব জীবই জড় বস্তুর উপর নির্ভরশীল । বেচেঁ থাকার জন্য জীবের যা যা প্রয়োজন : জীবের বেচেঁ থাকার জন্য যে সকল জড় বস্তুর প্রয়োজন তার একটি তৈরি করলাম মানুষ : বায়ু , পানি , খাদ্য , বাসস্থান , আসবাবপত্র , পোশাক , বিভিন্
৫ম শ্রেণির বিজ্ঞান ২য় অধ্যায় প্রশ্ন উত্তর প্রশ্ন : কী কী কারণে পরিবেশ দূষিত হয় ? উত্তর : পরিবেশ দূষণের অনেক তারণ রয়েছে । িএর মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো - ১ ) বাড়তি জনসংখ্যার চাহিদা পূরণের জন্য কৃষিজমতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার বৃদ্ধি পেয়েছে । িএসব রাসায়নিক পদার্থ বৃষ্টি ও বন্যার পানির সঙ্গে মিশে পুকুর , খালবিল ও নদীতে পড়ছে । ফলে পরিবেশ দূষিত হচ্ছে । ২ ) বিগত বছরগুলোতে জনসংখ্যা অনেক বেড়েছে এবং য়ানবাহন , কলকারখানাও বেড়েছে । দেশের বিভিন্ন শিল্পকারখানা , যেমন - কাপড় কল , পাটকল , সার কারখানা , চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানা সাধারণত নদীর ধারেই অবস্থিত । এসব কারখানার বর্জ্য পদার্থ নদীর পানি দূষিত করে । ফলে পরিবেশ দূষিত হয় । ৩ ) ঘনবসতিপূর্ণ এলাকার আবর্জনা ও মলমূত্র নিষ্কাশনের সুব্যবস্থা নাথাকায় আবর্জনা ও মলমূত্র জমে , পচে দূর্গন্ধ ছড়ায় ও নানারকম বিষাক্ত গ্যাস সৃষ্টি করে যা পরিবেশকে দূষিত করে । ৪ ) ইটের ভাটা , রান্নার চুলা , মোটরগাড়ির অব্যবহৃত টায়ার ও ঝোপজঙ্গল পোড়ালেও ধোঁ
হলে সিটের জন্য আবেদন পত্র লেখার নিয়ম স্কুল হলে সিট চেয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লেখ। ১৪ জুন, ২০২২ অধ্যক্ষ, অনলাইন স্কুল , কুচাই সিলেট। বিষয়ঃ স্কুল হোস্টেলে সিটের জন্য আবেদন। জনাব, সবিনয় নিবেদন এই যে, আমি আপনার স্কুলের নবম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমার স্কুল বিদ্যালয় থেকে অনেক দূরে থাকার কারণে হোস্টেলে একটি সিট খুব প্রয়োজন। কারণ আমার পিতা, একজন সরকারি কর্মচারী, অতিসম্প্রতি ফরিদপুর হতে ঢাকায় বদলী হয়েছেন। আমাদের পরিবার চলতি মাসের ১৫ তারিখে ঢাকা চলে যাবে। এখানে আমার অন্য কোথাও থাকার জায়গা নেই । কিন্তু আমি আপনাদের এই স্কুলে পড়ালেখা চালিয়ে যেথে চাই। আমার উক্ত অবস্থায় মহোদয়ের নিকট আবেদন এই যে আমাকে স্কুলের হোস্টেলে একটি সিট প্রদান করে বাধিত করবেন। বিনীত আপনার একান্ত অনুগত, আকরাম আলী রোল নং ২ নবম শ্রেণি