পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট নিয়াগ বিজ্ঞপ্তি
পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট নিয়াগ বিজ্ঞপ্তি
পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট নিম্নোক্ত পদে নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীদেগর আগামী ২৭/০২/২০২৪ ইং তারিখ বেলা ২ ঘটিকার ম েধ্য আবেদনকারীর জীবনবৃত্তান্ত সহ সকর প্রকার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি, বিএমএন্ডডিসি সার্টিফিকেটের ফটোকপি, বিএনএমসি সার্টিফিকেটের ফটোকপি, জাতীয় পরিচয় ফটোকপি ও অভিজ্ঞতা সার্টিফিকেট (যদি থাকে) পরিচালক পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল, ভি, আই,পি রোড, তালতলা, সিলেট এর কার্যালয়ে প্রেরণ করতে হইবে। বাছাইকৃত প্রার্থীদেরকে সাক্ষাৎকারের জন্য তারিখ জানিয়ে দেওয়া হইবে।
১. পদের নাম: জুনিয়র কনসালটেন্ট
পদসংখ্যা: ০১
অভিজ্ঞতা: স্নাতকোত্তর ডিগ্রীধারী ও সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞদের অগ্রাধিকার য়ো হবে।
০২. পদের নাম: নার্সিং ইনচার্জ (আই.সি.ইউ/সি.সি. ইউ)
পদেরসংখ্যা: ০২
অভিজ্ঞতা: বিএসসি ইন নার্সিং ও সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
বিস্তারিত দেখুন নিচের দেওয়া বিজ্ঞপ্তিতে
সোর্স: দৈনিক সিলেটের ডাক , ২৩ফেব্রুয়ারি, ২০২৪