number kake bole [ Number কাকে বলে]

number kake bole [ Number কাকে বলে]

number kake bole [ Number কাকে বলে]


Number শব্দের অর্থ হল সংখ্যা বা বচন। ইংরেজি Sentence কোন কোন Noun বা pronoun দ্বারা শুধুমাএ এক ব্যক্তি ,বস্তু বা পদার্থের বুঝায়। আবার কোন কোন Noun বা pronoun দ্বারা একাধিক ব্যক্তি,বস্তু বা পদার্থকে বুঝায়। এভাবে Noun বা pronoun দ্বারা নির্দেশিত কোন ব্যক্তি ,বস্তু বা পর্দাথের সংখ্যাকেই Number বলে।

Number:  যে Noun বা pronoun দ্বারা কোন ব্যক্তি ,বস্তু,প্রাণি বা পদার্থের সংখ্যা প্রকাশ করে ,তাকে Number বা বচন বলে। ইংরেজিতে

Number দু প্রকার ।যথা-

1.Singlar Number

2.Plural number

1.Singular Number বা একবচন কাকে বলে?

যে Noun বা pronoun দ্বারা একটিমাএ ব্যক্তি ,বস্তু বা প্রাণী বুঝায় ,তাকে Singular Number বলে। যেমন- Man,Army ,pen,Fox,I ,My,This,It etc.

2.Plural Number বহুবচন কাকে বলেঃ

 যে Noun বা pronoun দ্বারা একের অধিক ব্যক্তি,বস্তু বা প্রাণী বুঝায়,তাকে plural Number বলে ।যেমন-Men,Armies,Pens,Foxed,We,These ,They etc.

Nubmerপরিবর্তর নিয়মাবলি

1.সাধারণত Singular Noun এর শেষে s যোগ করে Plural Number করা হয়।

 

Singular

Plural

Book

Books

Cow

Cows

Dog

Dogs

Pen

Pens

Chair

Chairs

Eye

Eyes

 

2.Noun এর শেষে s,sh,ch (),x থাকলে es যোগ করে Plural হয়।

 

Singular

Plural

Ass

Asses

Gas

Cases

Box

Boxes

Fox

Foxes

Note :ch এর উচ্চারণএর মতো হলে Noun এর শেষে শুধু s যোগ করে Plural হয়।

Singular

Plural

Monarch(মনার্ক)

Monarchs(মনার্কস)

Stomach(স্টম্যাক)

Stomachs(স্টম্যাকস)

 

3.Noun এর শেষে o এবং তার পূর্বে একটি Vowel থাকলে S যোগ করে plural হয়।

 

Singular

Plural

Bamboo

Cookoo

Hindoo

Bamboos

Cookoos

Hindoos

Singular

Plural

Radio

Studio

Folio

Radios

Studios

Studious

Folios

4.Noun এর শেষে o এবং তার পূর্বে Consonant থাকলে es যোগ করে plural করতে হয়।

Singular

Plural

Hero

Negro

Heroes

Negroes

 

Singular

Plural

Mosquito

Potato

Mosquitoes

Potatoes

 

5 .Noun এর শেষে y এবং তার পূর্বে Vowel থাকলে s যোগ করে poural করতে হয়।

 

Singular

Plural

Boy

Boys

Toy

Toys

Key

Keys

Monkey

Monkeys

Day

Days

Play

Plays

Ray

Rays

 

6.Noun এর শেষে yএবং y পূর্বে Consonat থাকলে y পরিবর্তিত হয়ে। হয় এবং es যোগ হয়।

Singular

Plural

Army

Baby

City

Armies

Babies

Cities

Singular

Plural

Duty

Fly

Lady

Duties

Flies

Ladies

 

7.Nou এর শেষে f বা fe থাকলে f বা fe স্হানে ves যোগ করে plural করতে হয়।

singular

Plural

Knife

Life

Leaf

Loaf

Knives

Lives

Leaves

Loaves

Singular

Pluarl

Self

Shelf

Sheaf

Sheaf

Wife

Selves

Shelves

Sheaves

Wives

 

8.কয়েকটি Noun এর শেষে f থাকলেও শুধূ s যোগ করে Plural করতে হয়।

Singular

Plural

Chief

Brief

Belief

Chiefs

Briefs

Beliefs

Singular

Plural

Gulf

Proof

Roof

Gulfs

Proofs

Roofs

 

9.কতকগুলো Noun এর plural করার সময় শব্দের ভিতরের Vowel পরিবর্তন করতে হয়।

Singular

Plural

Man

Woman

Gentleman

Men

Women

Gentemen

 

Singular

Plural

Foot

Tooth

Goose

Feet

Teeth

Geese

 

10.কয়েকটি Noun এর Singular থেকে plural করার সময় শব্দের ভিতরের Vowel এবং Consonant পরিবর্তন করতে হয়।

 

Singular

Plural

Mouse

Mice

Louse

Lice

 

11.কয়েকটি Noun এর plural করার সময় en যোগ করতে হয়।

Singular

Plural

Ox

Brother

Oxen

Brethren

Singular

Plural

Child

Children

 

12.Compond Noun এর প্রধান word এর শেষে s যোগ করে অথবা প্রধান word এর Vowel পরিবর্তন করে plural করতে হয়। 

Singular

Plural

Son-in-law

Daughter-in-law

Sons-in-law

Daughters-in-law

 

Singular

Plural

Maid-servant

Step -son

Maid-servants

Step-sons

 

13.Compound Noun hyphen দ্বারা যুক্ত না হলে s যোগ করে plural করতে হয়।

Singular

Plural

Armchair

Bookcase

Pickpocket

Armchters

Bookcases

Pickpockets

Singular

Plural

Handful

Bagful

Spoonful

Handfuls

Bagfuls

Spoonfuls

 

14.কতকগুলো Noun এর singular দুটি অর্থ কিন্তু plural একটি অর্থ হয়ে থাকে। যেমন-

Singular

Plural

Abuse

Force

Foot

Horse

Abuses

Forces

Feet

Horse

 

Number of Pronouns

Noun এর মত Pronoun এরও Number হয়। তবে pronoun কে Singular থেকে plural করার তেমন বাঁধা ধরা নিয়ম নেই। নিচে pronoun গুলোর Singular plural এর একটি ছক দেয়া হলোঃ

Person

Singular

Plural

First Person

I (আমি)

My (আমার)

Mine

Me

We (আমরা)

Our

Ours

Us

Second Person

You

Your

yours

You

Your

Yours

Third Person

He

She

His

Her

Him

Her

It

This

That

They

They

Their

Them

Them

Their

They

These

Those

 

Exercise

1.Multiple Choice Questions.

  Choose the best answer from the alternatives:

a.   Number কত প্রকার?

i. প্রকার     

ii. প্রকার     

iii. প্রকার            

iv.   প্রকার

   b.যে Nou বা  pronoun দ্বরা একটি মাএ ব্যক্তি ,বস্তু বা প্রাণীকে বুঝায়,তাকে বলে___,

1.Singular Number

ii.Number 

iii.Plural Number  

iv.Gender

   c.Noun এর শেষে o এবং তার পূর্বে Consounant থাকলে __যোগ করে plural হয়।

i. s     

ii. Ves

ii.fe        

iii.ves

d.`Mosquitos’শব্দটির plural কোনিট ?

i.Mosquitos         

ii.Mosquitoes       

iii.Mosquites     

iv.Mosquitoe

e.`My’ pronoun টির plural কোনটি?

i. Mine         

ii..our           

iii..Ours       

iv.Me

2. Short Questions:

a.Number কাকে বলে?

b. Number কত প্রকার কী কী?

c. Singular Number কাকে বলে?উদাহরণ দাও।

d.Plural Number কাকে বলে?উদাহরণসহ বুঝিয়ে দাও।

3.Broad Questions:

a.Number কাকে বলে?উহা কত প্রকার কী কী?উদাহরণসহ বুঝিয়ে দাও।

b.Singular plural Number কাকে বলে?উদাহরণসহ বুঝিয়ে দাও।

 

Post a Comment (0)
Previous Post Next Post