মুসলিম এইড কমিউনিটি হসিপাতাল, কুলাউড়া নিয়োগ বিজ্ঞপ্তি
মুসলিম এইড কমিউনিটি হসিপাতাল, কুলাউড়া নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম: এক্স-রে টেকনোলজিষ্ট
শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ হেল্থ টেকনোলজি ইনষ্টিটিউট কর্তৃক অনুমোদিত (রেডিওলজি এবং ইমেজিং এ ডিপ্লোমা পাশ)
কজের বিবরণ: সকলধরনের এক্স-রে করার সঠিক ধারণা ও সহজ কৌশল অবলম্বন করে রোগীকে কম রেডিয়েশব এর মাধ্যমে এক্স-রে করা।
প্রার্থীর অন্যান্যা যোগ্যতা এবং শর্তাবলী:
১. প্রাথীকে অবশই এক্স-রে করার কমপক্ষে ০২ বছরের কজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
২. প্রার্থীর অবশ্যই কম্পিউটারে এমএসওয়ার্ড, এমএস এক্সেল এবং সফটওয়ারে ডাটাএন্ট্রি করার অভিজ্ঞতা থাকতে হবে।
৩. অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য থাকবে।
আবেদনের টিকানা:
আগ্রহী প্রার্থীদের হাসপাতাল ম্যানেজার বরাবর অবেদন করতে তবে। অবেদনপত্রের সাথে ১ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পএ, শিক্ষাগত যোগ্যতার সনতপএ এর ফটোকপি, বাংলাদেশ হেল্থ টেকনোলজি ইনষ্টিটিউট কর্তৃক অনুমোদিত ডিপ্লোমা সার্টিফিকেটের ফটোকপি এবং সিভিসহ আবেদনপএ মুসলিম এইড কমিউনিটি হাসপাতাল, ব্রাহ্মনবাজার, কুলাউড়া, মৌলভীবাজার এই ঠিকানায় আবেদন করতে হবে
অথবা ই-মেইল করতে হবে : bela@muslimald.org.bd
আবেদনের শেষ তারিখ : ০১-০৯-২০২৪ইং
বিস্তরিত জানতে কল করুন : ০১৭১৯-৭৮১৪৬৪
বিস্তারিত দেখুন - দৈনিক জালালাবাদ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে
প্রকাশের তারিখ: ২২ আগস্ট, ২০২৪
বিশেষ নির্দেশনা: এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনাকে বিভিন্ন এড দেখাতে পারে । এবং আপনি যখন প্রথমবার পেজের যেকোন জায়গায় ক্লিক করলে অন্য পেজে নিয়ে যেতে পারে। তাই সাথে সাথে এডটি কেটে পুনরায় ক্লিক করলে আর সমস্যা করবে না। ধন্যবাদ আপনাদের সকলকে।