Sentence কাকে বলে? Sentence কত প্রকার ও কি কি? [বিস্তারিত আলোচনা]

Sentence কাকে বলে?

Sentence কাকে বলে? Sentence কত প্রকার ও কি কি? [বিস্তারিত আলোচনা]


A group of words which makes a complete sense is called a sentence.    

অর্থাৎ,পরিপূর্ণ অর্থ প্রকাশ করে এমন সব শব্দসমষ্টিকে Sentence বলে।

A combination of words that makes a complete sense is called a Sentence.

অর্থাৎ,কতগুল word বা শব্দ একত্রিত হয়ে ‍যখন একটি পরিপূর্ন অর্থ প্রকাশ করে,তখন তাকে Sentence বল।

A Sentence is a group of words giving a complete sense.

অর্থাৎ ,যে শব্দসমষ্টি একটি অর্থ প্রকাশ করে,তাকে Sentence বলে।

Sentence এর বাংলা প্রতিশব্দ হল বাক্য। Sentence বা বাক্য গঠিত হয় কয়েকটি শব্দের সমন্বয়ে। তবে খেয়াল খুশিমত শব্দ সাজালেই Sentence হবে না। Sentence এর মূল উদ্দেশ্য মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ করে। আর এই মনের ভাব সঠিকভাবে প্রকাশ করার জন্য যে শব্দগুলো ব্যবহার করা হয় সেই শব্দগুলোকে অবশ্যই অবস্হানগত শৃঙ্খলা বা Order মেনে চলতে হয়। অর্থাৎ শব্দগুলোকে যার যার জায়গায় ব্যবহার করতে হয়। এলোমেলোভাবে বসানো শব্দ পরিষ্টকাভাবে কোন ভাব প্রকাশ করতে পারেনা,ফলে তারা কোন বাক্যও গঠন করতে পারেনা।

নিচের ছকটি লক্ষ করঃ

Mili a student is.

She her studies is attentive to.

Parents and teachers obeys her.

Mili is a student

She is attentive to her students.

She obeys her parents and teachers.

 

উপরের ছকের বামদিকের শব্দসমষ্টির শব্দগুলো পৃথক পৃথকভাবে অর্থ প্রকাশ করে বটে,কিন্তু সমষ্টিগতভাবে সম্পুর্ণ ভাব বা অর্থ প্রকাশ করতে পারে না। তাই তারা Sentence নয়।

পক্ষান্তরে ডানদিকের শব্দগুলোকে এমনভাবে সাজানো হয়েছে যে তারা সম্পূর্ণভাব বা অর্থ প্রকাশ করতে পারে ।সুতরাং তারা Sentence .

আমরা কথা বলার সময় এ ধরনের কতগুলো অর্থপূর্ণ শব্দ সমষ্টি ব্যবহার করে মনের ভাব প্রকাশ করি। আবার কখনও একটি শব্দ (যেমন-Yes,No,Read,Go ,Comeইত্যাদি) ব্যাবহার করে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করি। নিচের উদাহরণ থেকে একটি শব্দ বা শব্দ সমষ্টি দিয়ে যে বাক্য হয় তা আরও স্পষ্ট হয়ে উঠে।

Lily: Is it your book?

Mili: Yes.

Sentence এর সংজ্ঞাঃ

যে অর্থপূর্ণ শব্দ বা শব্দসমষ্টি সঠিকভাবে সাজালে পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তাকে Sentence বলে।

A word or a group of wordx that has proper order and a clear meaning is called a Sentence.

Sentence এর বৈশিষ্ট্যঃ 

সংজ্ঞা থেকে Sentence এর নিম্মোক্ত বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়-

(a)একটি অর্থপূর্ণ শব্দ বা একাধিক অর্থপূর্ণ শব্দের সমন্বয়।

(b)ইংরেজি Grammar অনুযায়ী Word গুলো সুবিন্যস্ত।

(c)সাম্রগিক শব্দগুরোর সমন্বয়ে একটি পরিপূর্ণ ভাব গঠন।

একটি শব্দ বা শব্দসমষ্টি দ্বারা যে Sentence তৈরি হয় তা প্রথমেই দেখানো হয়েছে। তবে sentence এ যে শব্দসমষিট থাকে তা অবশ্যই English Grammar এর নিয়ম (অর্থাৎSub+verb +Obj)অনুযায়ী হবে। যেমন-

1.Tendulker  Plays Criket

   উপরের বাক্যে Sub Talukdar , verb হলো Plays  এবং obj হলে া Criket

2.It   is  my pencil

  উপরের বাক্যে Sub It , verb হলো is  এবং obj হলে া pencil

Sentence এর সংজ্ঞায় পরিপূর্ণ অর্থ প্রকাশ (clear meaning)এর মধ্যে Proper order এর শব্দ সাজানো ছাড়াও তিনটি ‍গুণ লুকিয়ে রয়েছে। সেগুলো হলোঃ

 (i)আকাঙ্খা (Fxpectancy)

(ii)যোগ্যতা (Compartibility)ও

 (iii)আসক্তি /নৈকট্য (proximity)

একটি উদাহরণের সাহায্যে বিষয়টি পরিষ্কারভাবে বোঝা যায়। যেমন-``The cow is’বলা হলে স্রোতার আকাঙ্ক্ষার নিবৃওি হয় না।``The cow is eating grass.বললে আকাঙ্ক্ষা নিবৃওি হবে তখন তা বাক্য হবে। আবার যদি বলা হয়‘‘The cow are flying in the sky.’’তাহলে তাও বাক্য হবে না। কারণ গরুর আকাশে উড়ার যোগ্যতা নেই। কিংবা যদি বলা হয়.‘‘This is eating cow grass.’’তাহলে সেটিও বাক্য হবে না।কারণ তার আসক্তি বা নৈকট্য নেই এবং এ কারণে তার অর্থবোধক হয় না। সুতরাং Sentence এর এই ৩টি গুণ থাকা অত্যবশ্যক।

Formation of Sentence:

English Grammar Sentence কখনো Single worded হয় আবার কখনও Multi worded হয়। বলার সময় Sentences এ কখনো verb (ক্রিয়া) থাকে আবার কখনও থাকে না। সে হিসেবে sentence কে নিম্মোক্তভাবে দেখানো যায়।

Single worded

Yes ,No ,Come,Go ,Stop ইত্যাদি।

 


Parts of sentence (বাক্যের অংশ)

একটি Sentence এ প্রধানত দুটি অংশ থাকে। যথা-

1.Subject (উদ্দেশ্য )এবং 

২.Predicate(বিধেয়)

1.Subject(উদ্দেশ্য কাকে বলে?

sentence এর যে অংশে কোন ব্যক্তি,প্রাণী ,বস্তুর নাম থাকে অথবা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়,তাকে ঐ sentence এর Subject বলে।

(The part which names the person or thing spoken about is called the subject of the sentence.)

যেমন-1. Lily  goes (লিলি যায়)

       Subject হলো Lily  

2.They     play criket. (তারা ক্রিকেট কেলে।)

  Subject হলো They

3.  I  eat rice.. (আমি ভাত খাই।)

  (Subject ) হলো  I  

ওপরের Sentence তিনটিতে যথাক্রমে Lily’ ``They ‘ও `T’এ তিনটি subject (উদ্দেশ্য)

প্রথম sentence টি হল ‘Lily goes লিলি যায়।

এখন যদি প্রশ্ন করা হয় কে যায়?উওর হবে-Lily (লিলি)

অনুরূপভাবে দ্বিতীয় ও তৃতীয় Sentence এ বলা হয়েছে-

They play criket.(তারা ক্রিকেট খেলে।)I eat rice .(আমি ভাত খাই।)

এবার যদি যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় Sentence কে প্রশ্ন করা হয়-

 ‘কে’ বা ‘কারা’ক্রিকেট খেলে?উওর হবে They তারা

‘কে’ভাত খায়? উওর হব I (আমি)

2.Predicate (বিধেয় কাকে বলে

 Sentence এর যে অংশে Subjec সম্পর্কে কোন কিছু বলা হয়,সেই অংশকে ঐ Sentence এর prekicate বলে।

(The predicate of a sentence is that part which denotes what is said about the subject.

যেমন-  1.Habib    goes   হাবিব যায়।

                 Predicate

     2.They play football.  (তারা ফুটবল খেলে।)

              Predicate

     3. I read a book.    আমি একটি বই পড়ি ।

            Predicate

ওপরের তিনটি sentence এ যথাক্রমে `goes’`play football’ও `read a book’ এগুলো হচ্ছে predicate বিধেয়

ওপরের প্রথম sentence টির subject ``Habib ‘সম্পর্কে বলা হয়েছে‘goes’ যায়।

দ্বিতীয় Sentence টির subject ``They ‘সম্পর্কে বলা হয়েছে ‘play football’ফুটবল খেলে।

তৃতীয় Sentence টির Subject `I’ সম্পর্কে বলা হয়েছে`read a book একটি বই পড়ি।

সুতরাং ,goes ,play football ,ও read a book’ এগুলো হচ্ছে predicate.

নিচের ছকে কয়েকটি Sentence কে subject ও predicate অংশে ভাগ করে দেখান হলো-

  Subject   (উদ্দেশ্য)

Predicate (বিধেয়)

1.Lily and Mili

Go to madrasah

2.My sister

Writes a letter

3.Lemon

Goes to market with this uncle.

4.The farmers of Bangladesh

Are happy.

5.The old man

Was very rich.

Subject Word

নিচের ছকের Subject এবংpredicate অংশ দুটি ভালোভাবে লক্ষ করঃ

Subject (উদ্দেশ্য)

Predicate (বিধেয়)

1.Akhi

1.reads a poem.

2.The booy

2.draws a mango.

3.Lily and Mili

3.go home.

4.The fishermen of Bangladesh

4.catch a lot of fish everyday.

5.The students of our madrasah

5.make a vegetable garden.

 

Subject যদি্ একাধিক Word দ্বারা গঠিত হয়,তাহলে ঐ Word গুলোর মধ্যে যেটি প্রধান Word থাকে,সেটিকেই Subject word বা Nominative বলে।

লক্ষ করঃ ওপরের ছকের Sentence গুলোর subject হচ্ছে যথাক্রমে –

1.       Akhi           2.Thy boy             3.Lily and Mili

4.The fishermen of Bangladesh              5.The students of our madrasah

ওপরের subject (উদ্দেশ্য) গুলোর মধ্যে Akhi,boy,Lily,Mili,fishermen students এগুলো হচ্ছে subject word .Subjcet অংশের বাকি word গুলো হল Thi,and, the of Bangladesh ,the ,of our madrasah এগুলো হচ্ছে subject word এর enlargement ব্যাখ্যাদানকারী বা বর্ধিত word)

Subject word এর আরো কতিপয় উদাহরণ নিচের ছকে দেয়া হলঃ

Subject(উদ্দেশ্য)

Predicate বিধেয়

1.Lily’s     father

        ( Sub word)

Went home.(লিলির পিতা বাড়ি গিয়েছিল।)

2.My friend  Jamal

          (Sub word)

Goes to market.(আমার বন্ধু জামাল বাজারে যায়।)

3.Laila’s    mother   of our contry

          (Sub word)

Cooks rice.(লায়লার মা ভাত রাঁধে।)

4.The  farmers

      (Sub word)of our countuy

Grows rice and vegetables.(আমাদের দেশের কৃষকরা ধান এবং শাকসবজি জন্নায়।)

5.The old   man      of our country

           Sub word

Gave me a red pen.(বৃদ্ধ লোকটি আমাকে একটি লাল কলম দিয়েছিল।)

6.The   garden

       (Sub word)

Looks very fine.(বাগানটি দেখতে খুব সুন্দর ।)

7.our   house

      (Sub word)

Is very old.(আমাদের বাড়িটি খুব পুরাতন।)

 

ওপরের Sentence গুলোতে father, jamal,mother,farmers,man,garden ও house এগুলো subject word.আর Lily’s My friend.Laila’s ,the of our country ,The old,The our এগুলো হচ্ছে subject word এর enlargement .(অর্থাৎ sentence এর বর্ধিত অংশ।)

Predicate word বা predicate verb কাকে বলে

নিচের ছকের predicate অংশটি ভালভাব লক্ষ করঃ

Subject(উদ্দেশ্য)

Predicate (বিধেয়)

1.The boy

1.draws a mango.

2.The farmers of Bangladesh

2.are happy.

3.The students of our madrasah

3.made a vegetable garden.

 

Sentence এর predicate অংশ সাধারণত একাধিক word দিয়ে গঠিত হয়।

লক্ষ করঃওপরের ছকের Sentence গুলোর predicate হচ্ছে যথাক্রমে-

  1.draws a mango .   

  2. Are happy.

ওপরের predicate গুলোর মধ্যে draws ,are ও made এগুলো হচ্ছে predicate word বা predicate verb অর্থাৎ predicate অংশের মধ্যে যে ‘verb’থাকে সেই verb কেই predicate verb বলে।

Predicate অংশের বাক্য word গুলো হল  a mango ,happy এবং a vegetable garden.এগুলোকে বলা হয় predicate verb এর enlargement .(অর্থা Finte verb এর ব্যাখ্যাদানকারী word.)

সাধারণত subject প্রথমে এবং তারপর predicate বসে।

কিন্তু কখনো কখনো ‍sentence এর কোন বিশেষ অংশকে জোর দেওয়ার জন্য subject এর আগে সমগ্র predicate বা predicate এর কিছু অংশ বসে। যেমন-

Silver and gold have            I         none         সোনা রূপা আমার কিছুই নেই।

   Predicate                Subject       predicate 

এছাড়া sentence এর প্রয়োগের জন্য subject ও predicate এর বিভিন্ন ব্যবহার দেখা যায়।যেমন-

Assertive

Sentence

Assertive Sentence এ কখনো কখনো subject উহ্য থাকে ।যেমন-

Think you (I উহ্য)Think,you have done well.(I উহ্য)

Interrogative

sentence

Inerrogative Sentence এ predicate এর একটি অংশ (verb /Auxiliary verb)

Subject এর আগে বসে। যেমন-Am I doing the work?Will he go there?

Imperative

Sentence

Imperative sentence এ sentence সর্বদাই উহ্য থাকে। যেমন-Get out,(youউহ্য)

Stand up.(youউহ্য)

এখানে Subject (you)উহ্য আছে।

Optative

Sentence

Optative sentence এ Subject এর আগে predicate এর একটি অংশ May verb বসে। যেমন-May you be happy.

 

Kinds of sentences according to their meaning

অর্থভেদে sentence কে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। যথা-

  1.Assertive sentence (বিবৃতিমূলক বাক্য)

  2.Interrogative sentence (প্রশ্নবোধক বাক্য)

  3.Imperative Sentence (অনুজ্ঞাসূচক বাক্য)

  4.Optative sentence (ইচ্ছা বা প্রার্থনতাসূচক বাক্য)ও

  5.Exclamatory Sentence বিষ্ময়সূচক বাক্য)

নিম্মে একটি ছকের মাধ্যমে অর্থানুসা sentenceএর প্রকারভেদ দেখানো হলোঃ

Assertive sentence  কাকে বলে?

যে Sentence কোন বিবৃতি প্রদান করে বা প্রকাশ করে তাকে Assertive Sentence বলে।
উদাহরণঃ

Akhi is a beautiful girl.

Mili is my daughter etc.

Interrogative  কাকে বলে?

যে Sentence কোন বিবৃতি প্রদান করে বা প্রকাশ করে Interrogative বলে।

What does she want?

Is Lily a good student ?etc.

Imperative  কাকে বলে?

যে Sentence কোন আদেশ,নিষেধ,উপদেশ,অনুরোধ ও অনুনয় বুঝায় তাকে Imperative বলে।

Do not make a noise

Stand up.

pleas help me.etc.

Optative কাকে বলে?

যে Sentence কোন ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করে তাকে   Optative Sentence বলে।
উদাহরণঃ

May Allah help you.

Long live Hasina.

May Bangladesh prosper etc.

Exclamatory কাকে বলে?

যে sentence মনে আকষ্মিক ভাব বা আবেগ প্রকাশ করে তাকে Exclamatory  Sentence বলে।

What a nice flower it is!

How sweetly the girls sing !etc.

1.Assertive Sentence এর বিস্তারিত আলোচনা

যে sentence দ্বারা কোন বিবৃতি প্রকাশ করা হয়,তাকে Declaraative sentence বা Assertive sentence বলে।যেমন-

I am playing in the field.         

They are helping the people .

এ জাতীয় Sentence গঠন করতে আমরা নিম্মরূপ Structure (গঠনরীতি)ব্যবহার করি)

Subject +Verb+object+complement +extension

Lily   built  a house.          ___

We  learn   English.          __

They   play  Football In the afternoon.

My uncle came   to our house yesterday.

Subject+ Verb + object+ Extension

বা কর্তা (যে       বা ক্রিয়া (করা,হওয়া বা থাকা)  কর্ম বা কর্মস্থানীয় (ক্রিয়াকে   অন্যান্য অংশ

কাজ করে                                  ‘

কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে  যে উওর পাওয়া যায় )

Assertive Sentence আবার দুভাগে ভাগ করা হয়েছে।যথা-

 a.Affirmative Sentence  (হ্যাঁ বোধক বাক্য)  

 b.Negative Sentence (না বোধক বাক্য।)

a.Affirmative sentence কাকে বলে?

যে Setence দ্বারা কোন কিছু স্বীকার করা হয় বা হ্যাঁ বোধক উওর দেয়া হয় তাকে Affirmative Sentence বা হ্যাঁ –বোধক বাক্য বলে। যেমন-

I Shall help you.                

He has done the work.

b.Negative Sentencw কাকে বলে?

 যে Sentence দ্বারা কোন কিছু অস্বীকার করা হয় বা না বোধক উক্তি করা হয় তাকে Negative Sentenceবলে।যেমন-

I shall not help you.         

 He has not dome the work.

Affirmative Sentence এর গঠনঃ

Affirmative Sentence সাধারণত Subject +verb +Extension

He goes  to madrasah.

Sub +Verb  +Extension

Negative এর structure (শুধুমাএ to be verb যুক্ত Negative sentence এর structure ): Subject +Verb+not +Extension

Mili  is not not well today.

Sub verb not Extension

``To have’’veb যুক্ত Negative Sentence এর Strctute : Subject+Verb+no/not+Extension

They boy  has no pen to write with.

 Sub + verb+  no +  Extension

সাহায্যকারী verb বিহীন Negative sentence এর ‍structure:

Subject+do not/does not/did not+Verb+Ewtension

  I     do not    play     football in the field. 

  Sub +do not +verb +Extension     

He does not obey   his parents.

Sub  does not  Verb   Extension  

Note: ``The have’’verb যুক্ত Sentence কে নিম্মলিখিত Structure এর মাধ্যমে Negative করা যায়।

Structure: Subject +do/does/did+not +have +Extension.

Affirmative                           

We have a car.                     

He has a nice pen.                   

You had a nice pen.  

 Negative

 We do not (don’t)have a car.

He does not (doesn’t)have a nice pen.

 You did not (didn’t)have a nice pen.

Auxiliary Verb যুক্ত Negative Sentence এর ‍structure:

Subject+Auxiliary verb+Principal Verb +Extension..

I am not writing a letter. He had not done his duty. We shall not play football today.They may not help you.

2.Interrogative Sentence এর বিস্তারিত আলোচনা

যে Sentence দ্বারা কোন প্রশ্ন করা হয়,তাকে Interrogative Sentence বলে।যেমন-

What are you doing?(তুমি কি করছ?)  Where are you going ?(তুমি কোথায় যাচ্ছ)

Interrogative sentence সর্বদা Auxiliary Verb দিয়ে শুরু হয়। তবে Interrogative pronoun বা Interrogative Adverb যুক্ত Interrogative sentence এ Interrogative Pronoun বা Interrogative Adverb ইত্যাদি আগে বসে,তারপর সাহায্যকারী ক্রিয়া বসে।

Negative Interrogative :

 Interrogative sentence অনেক সময় Negative হয় তখন তাকে Negative Interrogative বলে। যেমন-Didn’t he go to the market?

Note: Interrogative sentence এর পর সব সময় Note of interrogative (?)বা প্রশ্নবোধক চিহু (?) বসে।

Interrogative Sentence এর Structure:(``To be’’To have’’ verb যুক্ত Interrogative Sentence.)

প্রদও Verb +Sub+Extension+note of Interrogative.

Are +you+ill today?

Were +they +present in the meeting yesterday?

Has +he +a nice pen?

Have +we+a good house in Dhaka?

Not: To have verb যুক্ত Sentence কে নিম্মলিকিত Structure এর মাধ্যমে Interrogative করা যায়।

Do/does/did +Subject +have+extension+?

  Do you have a car?

Does he have a car? Did she have a car?

সাহায্যকারী Verb বিহীন Interrogative Sentence এর Structure:

Do/Does/did+Subject+Verb +Extension+note of interrogation

   Do you get up early in the morning?

Does he like banana? Did she go to madrasah yesterday?

Auxilary Verb যুক্ত Interrogative Sentence এর Structure.

Auxiliary verb+Subject+principal Verb+Extension+none of Intergation.

Is he reading a book? Had they finisghed the work?Shall we go to the fair?

Note: যেসব Interrgative sentence,Auxiliary Verb দ্বারা শুরু হয় তাদের উওর সংক্ষেপে ‘‘yes’’ বা ``No’ দ্বারা দেয়া যায় ।Have you met him? Yes,I have বা No,kI have not,যদি Interrogative Sentence ,Interrogative pronoun বা Interogative Adverb (who,which,whom,when,why,what,where,whose,how) দ্বারা শুরু হয় তার উওরে পূর্ণ sentence লিথদে গয়।

  Q:Where did he live?

  Ans: He lived in Chitagong.

এক্ষ্রেত্রে Structure টি নিম্মরুপঃ

Question word +Auxiliary Verb+subject+principal Verb+Extension+note of interrogation.

3.Imperative sentence এর বিস্তারিত আলোচনা

যে Sentence দ্বারা আদেশ,উপদেশ ,অনুরোধ ,নিষেধ ইত্যাদি বুঝায়,তাকে Imperative Sentence বলে।

যেমন-Do not run in the sun.  (advice বা উপদেশ)

 Please give me a glass of water.(requestবা অনুরোধ)

Get out of my room..(order বা আদেশ)

Imperative Sentence সাধারণত verb দিয়ে শুরু হয়। এখানেSubject`You ‘উহ্য থাকে। Imperative Sentence এর শেষে full stop(.)দিতে হয়। Imperative Sentence সাধারণত Affirmative ও Negative এ দু ধরনের হয়ে থাকে ।যেমন-post the letter.(affirmative):    Do not insult the poor.(Negative)

Imperative Sentence এর Structure:

i.Verb+Extension.

ii.নিষেধ বুঝালেঃ

 Do not/Don’t+Subject +verb +extension. যেমনঃ Don’t open the door.

ii.অনুরোধ বুঝালেঃ 

please /Kindly+verb +Extension

please ,help me.

First person এবং third person এ Let দ্বারা Imperative sentence শুরু হয়।

Structure: Let +first person /third person এর Object +verb +Extension.

  Let me go out. 

 Let him do the work.

4.Optative Sentence বিস্তারিত আলোচনা

নিচের Sentence গুলো লক্ষ করঃ

May God bless you.               

May you be happy.

May popy shine in life.             

 May you live long.

Long live our country .              

May Allah help you.

এগুলো সবই Optative sentence.

An optative sentence expresses a wish or desire of blessing.(যে sentence এ ইচ্ছা বা প্রার্থনা বা আশীর্বাদ প্রকাশ করে ,তাকে opatative sentence বলা হয়।)

Note: Optative sentence এর শেষে ফুলস্টপ (.)বসে।

Optative Sentence এ বাক্য সাজাবার নিয়ম (structure of optative sentence)তোমরা লক্ষ করলে দেখতে পাবে,optative sentenceেএ subject এর পূর্বে May ব্যবহুত হয়। কখনো May উহ্য থাকে: (a) Long live the king.

(b)Gok save you.

Would দিয়েও Optative Sentence শুরু হয়ে থাকে। যেমন- would that I were a child again.কোন কোন সময় would উহ্য থাকে। তখন subject এর আগে auxiliary verb বসে। যেমন- were I present .Had I the wings of a bird.

Structure:

May/May উহ্য /Would +subject+Verb +Extension

5.Exclamatory sentence এর বিস্তারিত আলোচনা

যে Sentence দ্বারা মনের আকষ্মিক অনুভুতি বা উচ্ছাস প্রকাশ করা হয়,তাকে Exclamatory Sentence বলে।যেমন-

How nice the bird is!

Hurrah! We have won the game.

Note: i.সাধারণত How বা What দ্বারা Exclamatory sentence শুরু হয়। Sentence এ অবস্হিত Adjective এর পূর্বে a/an থাকলে Sentence এর শুরুতে What বসে। How বা What Exclamatory Sentence শুরু হলে Structure টি নিম্মরূপ হয়।

Structure: What a/an বা How +Adjective +Subject+Verb+Note of Exclamation.

What a nice shirt it is!

ii.Alas বা Hurrah যুক্ত Exclamatory sentence এর structure: Hurrah/Alas+Note of Exclamation+subject +Verb +Extension.

Alas!I am undone.Hurrah!We have won the match.

iii.If/Had যুক্ত Exclamatory Sentence এর Structure:If/Had+subject+verb+Extension +Note of Exclamation.

If I wer a bird!Had I been a king.

Affirmative and Negative sentence

এ পযন্ত আমরা sentence সম্পর্কে যে শ্রেণীবিভাগ জেনেছি,তাদের প্রত্যকেকে আবার(i)Affirmative বা হ্যাঁ সূচক এবং (2) Negative বা না সূচক একই দু্ভাগে ভাগ করা যায়।–নিচের Table টি দেখঃ

Kinds of sentence

(বাক্যের প্রকারভেদ)

Affirmative (হ্যা সূচক)

Negative (না সূচক )

Assertive (বিবৃতিমূলক)

Kamal is a gook boy.(কামাল ভালো ছেলে)

Kamal is not a bad boy .(কামাল মন্দ ছেলে নয়।)

Interrogative (প্রশ্নসূচক )

Does he play football?(সে কি ফুটবল খেলে?

Does he not play football?(সে কি ফুটবল খেলে না?

Imperative (আদেশ-অনুরোধমূলক)

Open the window.(জানালাটি খোল)

Do not shut the window.(জানালাটি বন্ধ করোনা।)

Optative (ইচ্ছা প্রার্থনাসূচক)

May he be happy.(সে সুখী হোক)

May he not be unhappy .(সে যেন অসুখী না হয়।)

Exclamatory (আবেগসূচক)

Hurrah! We have won the game.

(কি আনন্দ !আমরা খেলায় জিতেছি।

Hurrah!We have not lost the game.(কি আনন্দ !আমরা বেলায় হারিনি।)

i.উক্তি বা বর্ণনা বুঝাতে Assertive Sentence হয়।যেমন-Lily and Mili are two sisters.Akhi goes to market .

ii.প্রশ্ন করা বুঝাতে Interrogative Sentence হয়। Interrogative Sentence চেনার আরেকটি উপায় হলো Interrogative Sentence এর পর অবশ্যই Interrogative চিহু অর্থাৎ ,প্রশ্নবোধক চিহু (?)থাকবে।যেমন-What is your name?When was he born?Are you going to Dhaka?

iii.আদেশ,উপদেশ,অনুরোধ বুঝাতে Imperative Sentence ব্যবহুত হয়।এ Sentence এর শুরুতে please ,Take ,Do not,Does not,Never ইত্যাদি। Word থাকে। যেমন-Never tell a lie.

Please give me a glass of water.

iv.ইচ্ছা বা প্রার্থনা বুঝাতে optative Sentence ব্যবহুত হয়। যে সকল Sentence এর শুরুতে অর্থাৎ প্রথম Word `May’ Long live ইত্যাদি থাকে তাদের Optative sentence হয়।যেমন-Long live our president ,May Allah bless you.

v.আবেগ,হর্ষ,বিষাদ বুঝাতে Exclamatory Sentence হয়।এ ধরনের Sentence এর শেষে অথবা কোন কোন ক্ষেত্রে Sentence টির প্রথম Word এর পর আশ্চ বোধক চিহু (!)থাকবে। Exclamatory Sentence গুলো সাধারণত Alas,How,Bravo,Hurrahইত্যাদি দিয়ে শুরু হয়। যেমন-Hurrah!We have won the match .

Kinds of sentences according to their structure

Structure বা গঠন অনুযায় sentence তিন প্রকার।যথা-

1.Simple Sentence (সরল বাক্য)

2.Complex Sentence (জটিল বাক্য)

3.Compound Sentence (যৌগিক বাক্য)

নিচের ছকের মাধ্যমে বিষয়টিকে আরো সহজবোধ্যভাবে বুঝানো হলোঃ

The Classification of Sentence according to Structure

গঠন অনুসারে Sentence এর শ্রেণীবিভাগ)

Sentence

(বাক্য)

Short Presentation

(সংক্ষিপ্ত পরিচয়)

Example

(উদাহরণ)

 

Simple

(সরল)

যে Sentence এ একটি Subject এবং একটি Finite verb থাকে।

I went to madrasah.

Returning home.Lily washes her face.

 

Complex

(জটিল)

যে Sentence এ একটি principal clause এক বা একাধিক subordinate clause থাকে

I sao that Akhi was dancing.

I know the boy who came here yesterday.s

 

Compound

(যৌগিক)

যে sentence এ একাধিক principal clause Co-ordinating conjunction দ্বারা যুক্ত হয়

The old man killed the bird and brought bad luck to the crew.Word hard or you will not prosper in life.

1.Simple Sentence কাকে বলে?

: যে Sentence এ একটি মাএ Subject এবং একটি finit verb থাকে তাকে simple sentence বলে। Simple sentence কে কোন অংশে ভাগ করা যায় না। অর্থাৎ Simple Sentence একটি মাএ cluse থাকে। যেমন-I have finished my duty.

উপরের sentence টিতে একটি মাএ Subject I এবং একটি মাএ finite verb `finished’আছে ।তাই এটি একটি Simple sentence.

Some more examples of complex Sentence:

a.He is too weak to walk                 

b.He is likely to come.

c.You seem to have heard this.            

 D.Seeing the police,the thief ran away.

 e.Going to market ,he bought a pen.         

f.Working hard in the garden ,the boys grew tired.

g. Being ill,he couldn’t attend the meeting.

h.The weater being verb bad,we didn’t go outside.

i.Because of his being weak,he couldn’t work hard.

 j.Because of his intelligence,he will do well in the exam.

2.Complex Sentence কাকে বলে?

 যে Sentence এ একটি principal Clause এবং এক বা একাধিক Subordinate clause থাকে তাকে Complex Sentece বলে। যেমন-Although he is poor.he is honest.

উপরের sentence এ He is honest হল principal clause এবং Alhtough he is  poor হল subordinate Clause.

Some more examples of Simple Sentence:

    1.As I went ill.I Couldn’t go to school.

    b.Though he is poor.he is houest.

    c.If you read attentively ,you will pass the exam.

   d.HE is so weak that he cannot walk.

   e.A dog does not bite unless it is teased.

   f.That he is a good teacher is known to all.

   g.The nows that he had an accident is true.

   h.He admitted that he was guilty.

   i.Though the man looks cruel,he is kind.

   j.The farmer irrigates the land so that he could get gook crops.

Note: Complex sentence এর Subordinate clause সাধারণত if,though ,although,before,after,as,because,since,so that ,unless,whether,when,where,why,wherever,while,who,which,how,until ইত্যাদি দ্বারা সূচিত হয়।

3.Compound Sentenceকাকে বলে

যে Sentence এ একাদিক principal clause Co –ordinating Conjunction দ্বারা যুক্ত থাকে তাকে Compound Sentence বলে।যেমন- I went to madrash and met my friends.

উপরের Sentence টিতে I went to madrasah ও (I)met my friend দুটি principal clause Co-ordinating Conjunction`and’দ্বারা যুক্ত হয়েছে।তাই এটি একটি Compound Sentence.

NoteL and/but দ্বারা যু্ক্ত Compound Sentence গুলোর Subject যদি একই হয় তবে দ্বিতীয় অংশে Subjcet বসে না।

Double Sentence: যে Compound Sentence এ কেবল দুটি principal clause থাকে তাকে Double Sentence বলে। যেমন-I went to the bank,met the manager and applied for a loan

Multiple Sentence কাকে বলে?

যে Conpond Sentence এ দুয়ের অধিক principal clause থাকে তাকে Multiple sentence বলে।যেমন-I went to the ban,met the manager and applied for a loan.

Contracted Sentence কাকে বলে?

যখন কোন Compound Sentence এ একই word এর পুনারাবৃওি এড়ানোর জন্য তা নাতিদীর্ঘ আকারে লেখা হয় তখন সে Compound Sentence কে Contracted Sentence বলে।

যেসব ক্ষেত্রে Compound sentence কে নাতিদীর্ঘ আকারে লেখা যায় তা নিম্মরূপ।

i.একই Subjet এ দুই বা ততোধিক predicate থাকলে।যেমন-

They went to the madrasah ,attended the class and played in the field.

ii.একই predicate এর দুই বা ততোধিক Subject থাকলে।যেমন-Either Rahim or his brother will attend.

More examples of compound Sentence:

    a.The sun had and we started for home

    b.Word hard or you cannot succed in life.

    c.Read the newspaper and be wise.

    d.They played will and do they won the game.

    e.He had experience and so he got the job.

   f.He is poor but he is happy.

   g.He ran fast but he could not catch the train.

   h.Not only Sabina but also Sabin went there.

   i.I closed the door and went back to word.

   j.Be punctual otherwise you will not be praised.

Exercise

1.Multiple Choice Questions.

   Choose the best answer from the alternatives:

a.       অর্থভেদে Sentence ___প্রকার।

(i)৩ প্রকার        (ii)৫ প্রকার    (iii)৪ প্রকার     (iv)২ প্রকার

   b.  I go to madrasah sentence টি একটি ___Sentence.

      (i)Imperative         (ii)Exclamatory   (iii)Assertive   (iv)optative

   C.যে বাক্যর মাধ্যমে কোন কিছু প্রশ্ন করা হয়,তাকে বলে____

      (i)Negative Sentence           (ii)Interrogative Sentence

      (iii)Imperative Sentence          (iv)Assertive Sentence

   d.Structure (গঠন) অনুসারে Sentence ___প্রকার।

      (i)২ প্রকার       (ii)৪ প্রকার        (iii) ৫ প্রকার     (iv)৩ প্রকার

     e.একটিমাএ subject ও একটিমাএ Finite Verb থাকে____Sentence এ ।

          (i)Complex       (ii)Simple       (iii)Compound    (iv)Double

     f.He is poor but honest এ Sentence টি ____Sentence .

        (i) Simple          (ii)Compound       (iii)Complex     (iv)Exclamatory

 2.Short Questions:

      a.অর্থভেদে sentence কত প্রকার ও কী কী?  B.Assertive Sentence কাকে বলে?

      c.Imperative Sentence কাকে বলে?  D.Structure অনুযায়ী Sentence কত প্রকার?

      e.Compound Sentence এর তিনটি উদাহরণ দাও।

3.Broad questions:

      a.Sentence কাকে বলে?অর্থভেদে Sentence কত প্রকার ও কী কী?উদাহরণসহ লিখ।

      b.Structoure অনুযায়ী Sentence কত প্রকার ও কী কী ।উদাহরণসহ লিখ।

4.Name the kind of sentences in the examples given below .

   a.The pious are happy.b.He has a nice car.c.May Allah help you.d.What a fine bird it is  

   e.when did you caom?f.Do the word at once.g.How olng did you wait for me?h.He does not like to read at all?Let him sing a song.j.May you succeed in life.k.What a danterous things a little learning is!I.Alas!I have failed.m.All’s well that ends will, m.Shakespeare is the greatest dramatist n.May his soul rest in peace.o.March forward .p.English is an international language.

5.Identify the following Sentences (নিচের Sentence গুলো কোনটি কোন প্রকারের তা শনাক্ত কর।)

    1.Whose book is this        2.May you live a long.

    3.March forward .           4.i wish I were a king.

    5.You have no pen.         6.Don’t run in the sun.

    7.They play football.          8.Do not go there.

    9.Get out at once.           10.I can do the work.

    11.Has he an umbrella?        12.They do not like it.

    13.What a beautiful scecary it is !  14.The pious are happy.

    15.The sky is blue.              16.Am I a boy?

    17.The earth is round.            18.Do you learn your lesson?

    19.Let him sing a song.           20.He went to School.

    21.Alas!I am undone.             22.He is reading newspaper.

    23.Is he in the room?            24.Please ,give me cap of tea.

     25.Always speak the truth.          26.Shall I go to market?

6.Idently simple ,Compound and Complex sentence from the following Sentence.

      1.Because of his experience,he got the job.      2.He is ill,so he cannot moves.

      3.Withoout being curious,you cannot learn many things.k

       4.I was glad to receive his letter.            

       5.I saw a procession that was passing in the street.

       6.In spite of my willingness ,I couldn’t help him.

       7.The lunch being over,the guests went away.

       8.A rich man shold feel I for the poor.

       9.They sat on the ground and discussed the matter.

       10.I don’t know when they will meet me. 11.Yoou cannot do anything what you like

       12.The moment which is lost,is lost forever. 13.Thoough he is rich ,he is mister.

       14.He came to my house but I didn’t see him because I was absent.

       15.He looked very tired at the end of the day.

       16.She must weep or she will die.

       17.Everyone knows that the earth moves round the sun.

      18.You will find the house if you turn to the left

      19.This is what he said.

      20.The sun rise in the east and sets in the west.

 

        

Post a Comment (0)
Previous Post Next Post