ব্রণ মুক্ত উজ্জল ত্বক
পাবার সহজ কয়েক পদ্ধতি।মুখের
ব্রণ দুর করুন খুব
সহজেই
আলাইকুম।তপনি
যদি নিজেকে স্মার্ট ও
সুন্দর করতে চান তাহলে
সব চেয়ে বড় বাধা
হয়ে দাড়ায় ব্রণ গুলো।ব্রণ
আমাদের চেহারাকে পুরোপুরি অনেক খারাপ করে
দেয়।তাই
আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি
মুখের ব্রণ দুর করার
সব চেয়ে কার্যকরী উপায়।আর
এই পদ্ধতিতে আপনি দুই থেকে
চার দিনের মধ্যে মুখের
সমস্ত ব্রণ থেকে মুক্তি
পেয়ে যাবেন।আর
ভয় পাবার কোন কারণ
নেই কেননা এটি একটি
প্রাকৃতিক উপায়।চলুন
তাহলে জেনে নেওয়া যাক।
মুখে ব্রণ কেন হয়ঃ
সবার আগে আমাদের এটা
জানতে হবে ব্রণ আসলে
কেন হয়?এর কারণ
কি?
ব্রণ চারটি কারণে হয়ঃ
- হস্ত মৈথুন এর
কারণে।
- রাতে দেরিতে ঘুমানোর
ফলে।
- অতিরিক্ত তেল যুক্ত খাবার
খাওয়ার জন্য।
- প্রতিদিন ভালো ভাবে মুখ
না ধুয়ার কারণে।
মুখের
ব্রণ দুর করার সঠিক
সমাধানঃ
১.অল্প পরিমাণ হলুদ
এবং তার সাথে কিছু
দুধ মিশিয়ে ফ্যাট করতে
হবে।দুধ
এবং হলুদের পেশ বানিয়ে
ব্রণ যুক্ত স্থানে দিতে
হবে।তবে
চাইলে আপনি পুরো মুখে
লাগিয়ে নিতে পারেন।হলুদ আর দুধের
এই পেশটি আপনাদ মুখে
প্রায় ১৫ থেকে ৩০
মিনিট রাখতে হবে তারপর
ঠান্ডা পানি দিয়ে মুখমন্ডল
দৌত করতে হবে।আর পদ্ধতি আপনাকে
কয়েক সপ্তাহ করা লাগবে
তাহলে ইনশাআল্লাহ মুখের ব্রণ দুর
হয়ে যাবে।
২. খাটি মধু মুখের
ব্রণের জায়গাতে লাগিয়ে দিন এবং
৩০ মিনিট অপেক্ষা করুন।তারপর
মুখমণ্ডল দৌত করুন।কয়েক ঘনটায় এর
ফল পেয়ে যাবেন।
এই পদ্ধতির মধ্যে যে কোন
একটি পদ্ধতি অবলম্বন
করে যদি আপনার মুখের
ব্রণ ভালো না হয়
তাহলে আমি আপনাদের পরামর্শ
দিবো আপনি একজন ভালো
ডাক্তারের সাথে যোগাযোগ করুন।কেননা
আপনার অন্য কোন সমস্যার
করণেও ব্রণ হতে পারে।
পোস্টি
ভালো লাগবে অবশ্যই জানাবেন।আর
যদি আপনার কোন প্রশ্ন
বা সমাধান আমাদের মাঝে
খুজে নিতে চান তাহলে
অবশ্যই কমেন্ট করে জানাবেন।আর
এখানে নিয়মিত পোস্ট আপলোড
করা হয় তাই এধরণের
টিপস পেতে আমাদের সাথেই
থাকুন।আল্লাহ
হাফেজ।
Comments
Post a Comment